Print Date & Time : 27 August 2025 Wednesday 2:40 am

লালমনিরহাট বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

জেলার হাতীবান্ধা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাবুল হোসেন (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উত্তর সিঙ্গিমারী গ্রামে এ মর্মস্পর্শী ঘটনা ঘটে। তিনি মৃত আবু বক্করের ছেলে। পেশায় কৃষক।

জানা গেছে, নিজ ঘরে টর্চ লাইট চার্জ দিতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুতের ছেঁড়া তার স্পর্শ করে। এতেই তার মৃত্যু হয়।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিদ্যুৎ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিক দেশতথ্য//এইচ//