লালমনিরহাট রেলওয়ে বিভাগের নিজস্ব নিরাপত্তা বাহিনী (আরএনবি) চাকুরি এখন টাকার খনি। এই বাহিনীর কর্মকর্তা ইনচার্জকে প্রতিমাসে মোটা দাগে অর্থ দিয়ে ট্রেন ও প্লাটফর্মে ডিউটি নিতে হয়। ডিউটি রোষ্টার পর্যবেক্ষন করলে যার প্রমাণ মিলে।
বিশ^স্ত সূত্রে জানা গেছে, লালমনিরহাট রেলওয়ের নিরাপত্তা বাহিনীর অফিসার ইনচার্জ ইলিয়াস হোসেন কে প্রতিমাসে ৫ হাজার টাকা উৎকোচ দিয়ে নিরাপত্তা বাহিনীর তিন জন সদস্য স্বপন, সোহেল রানা ও আবুল হাসেম প্রতিদিন লালমনিরহাট রেলওয়ে ষ্টেশন হতে সকাল ৮ টায় বুড়িমারী রেলওয়ে ষ্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী ( ৬৫ আপ ও ৬৫ ডাউন ) ট্রেনটিতে প্রতিদিন ডিউটি করে। এর বিনিময়ে প্রতিমাসে অফিসার ইনচার্জকে ৫ হাজার টাকা উৎকোচ দিতে হয়। একই ভাবে আরএনবি’র হারুন ও মঞ্জুরুল কে প্রতিদিন প্লাটফর্ম ডিউটি দেয়। যার বিনিময়ে প্রতিমাসে অফিসার ইনচার্জ ৩ হাজার টাকা উৎকচ দিতে হয়।
এভাবেই এই রুটে চলাচলকারী সকল ট্রেনের ডিউটি বন্টন হয় অর্থের বিনিময়ে। অথচ এই বাহিনীতে লালমনিরহাট আরএনবি’র ইনচার্জেও অধিনে ৩৭ জন আরএনবি সদস্য কর্মরত রয়েছে। এছাড়াও নিয়মিত আনছার বাহিনীর প্রায় অর্ধশতাধিক সদস্য আরএনবি’র ইনচার্জেও অধিনে কর্মরত রয়েছে। তাদের প্রায় প্রতিরাতেই নাইট ডিউটি ও ঝুঁকিপূর্ণ ডিউটি দেয়া হচ্ছে। এই নিয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে। যেকোন মুহুর্তে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে যেতে পারে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য জানান, বাহিনীর বিরুদ্ধে কথা বলাটা শৃংখলাভঙ্গের সামিল। কাকে অভিযোগ দিব। কর্মকর্তারা কেউ দুধে ধোঁয়া নয়। প্রতিবাদ করলে চেন অফ কমান্ড ভঙ্গের দায়ে আমার চাকরি চলে যাবে । এ ব্যাপারে লালমনিরহাট রেলওয়ে নিরাপত্তাবাহিনীর অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াস হোসেন কে প্রশ্ন করলে তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে যান। প্রথমে বলেন, জনবল কম থাকায় একই ব্যক্তিকে প্রতিদিন জোর করে ডিউটিতে পাঠাতে হয়। পওে অবশ্য বলেন, এমনটি আর হবে না। এখন হতে রুটিন মাফিক সকলকে ডিউটিবন্টন করা হবে। এ ব্যাপারে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার কে তার সরকারি নম্বরে কয়েক বার দুই দিন ধওে ফোন করলেও রেসপন্স করেনি। লালমনিরহাট রেলওয়ে বিভাগের সকল দপ্তর দূর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছে। রেলওয়ের প্রশাসনে কোন চেইন অফ কমান্ড নেই। ঘুষ দুর্নীতির বিনিময়ে নানা অবৈধপন্থায় রেলওয়েতে কর্মী নিয়োগ দেয়ায় এমন চরম অব্যবস্থাপনা সৃষ্টি হয়েছে বলে সূত্র জানায়।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০৪,২০২২//

Discussion about this post