শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট থেকে:
জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে ভারতে পাচারের সময় শিশু, নারীসহ পাঁচ জনকে বিজিবি আটক করে ।
আটককৃত শুক্রবার বিকালে পাটগ্রাম থানা পুলিশের নিকট সোপর্দ করেছে।
পাটগ্রাম পুলিশ আজ শনিবার তাদের লালমনিরহাটের আদালতে সোপর্দ করেছে। আটকরা হলেন— রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া (মধ্যপাড়া) গ্রামের আব্দুল ওহাবের ছেলে মো. আক্তারুল ইসলাম (৪১) তার স্ত্রী মোছা. সোহাগী (৩৫) ও মেয়ে মোছা. লাবনী আক্তার (১৮) এবং একই গ্রামের মো. আউয়াল মোকাদ্দেসের মেয়ে মোছা. মুক্তা আক্তার (৩০) ও তিন বছরের এক শিশু রয়েছে। পাচারকারীরা এদের ভারতে চাকুরি ও উন্নত জীবনের কথা বলে পাচার করছিল।
পাটগ্রাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার জেলার পাটগ্রাম উপজেলার তিন বিঘা করিডোর দিয়ে দহগ্রামে আনা হয় শিশু ও নারী সহ পাঁচ জন কে।
এটা আন্তজার্তিক নারী পাচারকারী দলের কাজ। তাদের পানবাড়ি বিজিবির সদস্যরা ভারতে পাচারের সময় আটক করে। থানার ওসি আবু সাঈদ চৌধুরী জানান, বিজিবির হাতে আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা দহগ্রামের গুচ্ছগ্রামের জনৈক এক ব্যক্তি ভারতে চাকরি দেয়ার কথা বলে ভারতে পাঠাতে চেয়ে ছিল। তার কথায় দুই দিন আগে তারা দহগ্রামে আসে। একটি সূত্রে জানা গেছে, তিনবিঘা করিডোর ঘিরে একটি আন্তজার্তিক মাফিয়া চক্র গড়ে উঠেছে। তারা অর্থের বিনিময় মানব পাচার করে থাকে। এই পথ দিয়ে ইভ্যালিক মালিক পুলিশের ইন্সেপেক্টর রানা ভারতে পালিয়ে ছিল। সেই সময় বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।
ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, এ ঘটনায় রাতে বিজিবি বাদী হয়ে মামলা দায়ের করেছে। তাদের শনিবার লালমনিরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//