Print Date & Time : 24 August 2025 Sunday 11:32 pm

লালাবাজারে সেলাই মেশিন বিতরণ

সিলেট অফিস:
সিলেট জেলার দক্ষিণ সুরমার লালাবাজারে অসহায় ও দুস্থ মহিলাদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।সোমবার দুপুরে উপজেলার লালাবাজার ইউনিয়নের জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে জামেয়া ইসলামিয়া খাজাকালু মাদ্রাসা প্রাঙ্গণে এলাকার অসহায় ও দুস্থ মহিলাদের মধ্যে উক্ত সেলাই মেশিন বিতরণ করা হয়।

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এনামুল কবিরের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রোটারিয়ান এস এ শফির পরিচালনায় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জয়তুন ওয়েলফেয়ার ট্রাষ্টের ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়া, ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন লন্ডন প্রবাসী মহীয়সী নারী বিশিষ্ট সমাজসেবী রোটাঃ রাবেয়া তাহেরা মজিদ।

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠানে এলাকার অর্ধশতাধিক অসচ্ছল মহিলাদের মধ্যে । সেলাই মেশিন তুলে দেন ট্রাষ্টের নেতৃবৃন্দ।

দৈনিক দেশতথ্য//এইচ//