আন্তর্জাতিক প্রতিবেদক: তারবিহীন যোগাযোগের যন্ত্র পেজার ও রেডিও বিস্ফোরণের পর লেবাননের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এক বছরের মধ্যে লেবাননে চালানো ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলা বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি । বিশ্ব মধ্য প্রাচ্যে আর একটা বড় যুদ্ধ দখতে যাচ্ছে।খবর :আল জাজিরা, রয়টার্স।
ইসরায়েলি যুদ্ধবিমানগুলো লেবাননের মাহমুদিয়েহ, কসর আল-আরশ শহর এবং জেজিন অঞ্চলের বিরকেত জব্বুরে বৃহস্পতিবার হামলা চালায় বলে জানায় লেবাননের জাতীয় বার্তা সংস্থা।
নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলছে, গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটিই সবচেয়ে তীব্র বোমা হামলা। গাজা যুদ্ধের শুরু থেকেই ইরান সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সীমান্ত সংঘাত চলছে।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তাদের বিমান বাহিনী প্রায় ১০০ রকেট লঞ্চারের পাশাপাশি অন্যান্য অবকাঠামোতে আঘাত করেছে। হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত বলেন, হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে।
ইসরায়েল লেবানন সীমান্তের কাছাকাছি এলাকাটিকে নিরাপদ করতে চাচ্ছে, যাতে সংঘাতে ঘরছাড়া বাসিন্দারা ঘরে ফিরতে পারেন।
গ্যালান্ত বলেন, আমাদের সামরিক পদক্ষেপের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এদিকে বৃহস্পতিবার হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ বলেন, লেবানন ও সিরিয়ায় চলতি সপ্তাহে তাদের সদস্যদের ওপর পেজার ও ওয়াকিটকি হামলা সব সীমা ছাড়িয়েছে। তারা এর প্রতিশোধ নেবেন।