আন্তর্জাতিক প্রতিবেদক : গাজার মতো আরেকটা ধ্বংসযজ্ঞ চালাতে বর্তমান সময়ের হিটলার খ্যাত নেতানেয়াহু সরকার অবশেষে লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। যদিও এই হামলাকে সীমিত পরিসরে বলে উল্লেখ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবে ইসরায়েলের স্থল হামলা মোকাবিলায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন হিজবুল্লাহ।
মঙ্গলবার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা ও দ্য ওয়াশিংটন পোস্ট।
ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, স্থল পথে ইসরায়েলি সেনাবাহিনী প্রবেশের জন্য প্রথমে সীমান্তের কাছে থাকা হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। এসময় দেশটির সীমান্তবর্তী অঞ্চলে ব্যাপক বিমান ও কামান হামলা চালানো হয়। এ হামলাটি সীমিত এবং নির্ধারিত লক্ষ্যবস্তু লক্ষ্য করে চালানো হচ্ছে বলে দাবি করেছে তারা।ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ২৪ ঘণ্টায় ১৩৬ জন।
এর আগে অবশ্য ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে আক্রমণ করার জন্য “সব রকমের উপায়” ব্যবহার করবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট।এক বিবৃতিতে তিনি বলেন, “হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের পরবর্তী পর্যায় শিগগিরই শুরু হবে। প্রয়োজনে স্থল, আকশ ও সমুদ্র পথে আক্রমণের জন্য সব রকমের উপায় ব্যবহার করা হবে।”
অন্যদিকে হিজবুল্লাহর উপপ্রধান নাঈম কাসেম বলেন, আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করব। ইসরাইল স্থলপথে হানা দেয়ার চেষ্টা করলে প্রতিরোধ বাহিনী স্থল যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সোমবার লেবাননে হামলায় অন্তত ৯৫ জন নিহত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত দুই সপ্তাহে ১২শ বেশি লেবানিজ নিহত ৬ হাজারেরও বেশি আহত হয়েছেন। সরকারের তথ্যানুসারে, প্রায় ১০ লাখ মানুষ যা দেশের মোট জনসংখ্যার পাঁচ ভাগের এক ভাগ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
হা/01/1024 dtbangla
প্রিন্ট করুন
Discussion about this post