Print Date & Time : 23 August 2025 Saturday 10:59 pm

শনিবার শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে আগামী শনিবার (১ জুন) সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৪ পালিত হবে। এর অংশ হিসেবে এদিন কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় ৬-১১ মাস বয়সী ২৭ হাজার ১৫০ জন এবং ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ১২ হাজার ২৯০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই ভিটামিন খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (৩০ মে) কুষ্টিয়া সিভিল সার্জনের কার্যালয়ে ‘জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৪’ উপলক্ষে আয়োজিত সাংবাদিক ওরিয়েন্টেশন সভায় এসব তথ্য জানানো হয়। কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ মোঃ আকুল উদ্দিনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন আকুল উদ্দিন বলেন, কুষ্টিয়ার ৬ উপজেলার আওতাধীন এলাকায় ১ হাজার ৫৬৬টি কেন্দ্রের মাধ্যমে এবার ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। সুপারভাইজারের তত্ত্বাবধানে ৩ হাজার ১৩২ জন স্বেচ্ছাসেবকের সহযোগিতায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। নির্ধারিত কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য নিয়ে যেতে পিতা-মাতা ও অভিভাবকদের অনুরোধ করেন তিনি।

এ সময় ভিটামিনের প্রয়োজনীয়তার বিষয় তুলে ধরে তিনি আরও বলেন, আগামী প্রজন্মকে সুস্থ ও সবলভাবে গড়ে তুলতে প্রতি বছরের মতো সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হবে। একটি শিশুও যেন এ কার্যক্রমের বাইরে না থাকে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। একই সাথে দিবসটি সফল করতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

শিশুর সুস্থভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি ও দৃষ্টি শক্তির জন্য ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ এক অণুপুষ্টি। এটি চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি ও শরীরের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখে এবং বিভিন্ন রোগের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে থাকে। ভিটামিন ‘এ’ এর অভাবে রাতকানাসহ চোখের অন্যান্য রোগ, শরীরের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া, রক্তশূন্যতা-এমনকি, শিশুর মৃত্যুও হতে পারে।

ক্যাম্পেইন ছাড়া অন্যান্য দিনেও এই ক্যাপসুল খাওয়ানো হবে। তবে কোন শিশু অসুস্থ থাকলে সুস্থ না হওয়া পর্যন্ত বা চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ক্যাপসুল না খাওয়ানোর পরামর্শ স্বাস্থ্য বিভাগের।

সভায় সিভিল সার্জন অফিসের তথ্য প্রদানকারী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩০ মে ২০২৪