মীর আনোয়ার হোসেন টুটুল
শপথ নিলেন টাঙ্গাইল-৭ মির্জাপুর শুন্য আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য খান আহমেদ শুভ। আজ শনিবার (২২ জানুয়ারি) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে খান আহমেদ শুভকে শপথ পাঠ করান। শপথ পাঠ করার পর তিনি জাতীয় সংসদের নিয়ম অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। জাতীয় সংসদের অতিরিক্ত সচিব তন্দ্রা শিকদারের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইফ নুর-ই-আলম চৌুধরীসহ বেশ কয়েকজন সংসদস সদস্য ও উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। খান আহমেদ শুভ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান।
শপথ গ্রহনের পর খান আহমেদ শুভ মির্জাপুর উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পন করেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পনের পর খান আহমেদ শুভ বলেন, টাঙ্গাইল-৭ মির্জাপুর উপনির্বাচনে এলাকার জনগন আমাকে বিপুল ভোট দিয়ে জাতীয় সংসদের এমপি বানিয়ে আমাকে যে সম্মান দিয়েছেন আমি জনগনের সে সম্মান ধরে রাখার চেষ্টা করবো। আমি মির্জাপুরের সার্বিক উন্নয়নে জনগনের পাশে থেকে কাজ করে যাবো।
এদিকে খান আহমেদ শুভ জাতীয় সংসদে এমপি হিসেবে শপথ নেওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিন্নদন জানিয়েছেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, সাধারন সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম এমপি, মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু ও সাদারন সম্পাদক মীর শরীফ মাহমুদসহ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।
উল্লেখ্য যে, গত ১৬ নভেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চার বারের এমপি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন অসুস্থ্য জনিত কারনে মারা যান। তিনি মারা যাওয়ার পর আসনটি শুন্য হলে চলতি মাসের গত ১৬ জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হয়। উপনির্বাচনে খান আহমেদ শুভ নৌকা প্রতিকে বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হন।

Discussion about this post