Print Date & Time : 15 March 2025 Saturday 6:43 am

শপথ নিলেন হরিপুর ইউপি’র সদস্যগণ

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ শপথ নিলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের নারী ও সাধারণ সদস্যগণ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, ইউপি চেয়ারম্যান রেজাউল আলম রেজা, জহুরুল ইসলাম, মোজাহারুল ইসলাম, আব্দুল জব্বার প্রমূখ।

গত ১৬ জুন হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে প্রশাসনকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন নবনির্বাচিত চেয়ারম্যন ও সদস্যগণ। এর আগে বুধবার হরিপুরের নবনির্বাচিত চেয়ারম্যান মোজাহারুল ইসলাম জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ বাক্য গ্রহণ করেন।

আর//দৈনিক দেশতথ্য//২৮ জুলাই-২০২২//