Print Date & Time : 24 August 2025 Sunday 9:38 pm

শার্শায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শায় র‌্যাবের অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন
সাজাপ্রাপ্ত আসামি রায়হান আটক।

বুধবার ভোররাতে শার্শার নাভারন এলাকা থেকে তাকে আটক করা হয়।সাজাপ্রাপ্ত আসামী রায়হান শার্শার যাদবপুর গ্রামের মোহাম্মদ আহম্মদের ছেলে।

র‌্যাবের একটি সুত্র জানায়, রায়হান ২০১৭ সালের ০৮ মে ৫শ’গ্রাম হেরোইনসহ আটক হয়। ওই মামলায় সাত মাস হাজত বাস করে জামিনে বের হয়ে আত্মগোপনে যায় সে।

২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর রায়হানের যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দেয় যশোরের একটি আদালত। এরপর থেকেই সে পলাতক ছিলো। র‌্যাব তাকে ধরতে অভিযানে নামে। এক পর্যায় তথ্য প্রযুক্তি সহযোগীতা অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়।বুধবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোরআদেশ দেন।

দৈনিক দেশতথ্য//এইচ//