Print Date & Time : 4 September 2025 Thursday 5:43 pm

শার্শা’য় স্বর্ণের বারসহ পাচারকারি আটক

বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া থেকে ১০ পিস স্বর্ণের বারসহ শুভ ঘোষ (৩২) নামে এক পাচারকারি আটক হয়েছে।

রবিবার (০৫ মে) বেলা ১২টার সময় বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করে শার্শা থানা পুলিশ।

আটককৃত শুভ মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার জয়মন্টপ গ্রামের শুনীল ঘোষের ছেলে।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে শুভ ঘোষকে আটক করা হয়।

এসময় তার শরীরে তল্লাশি করে তার পকেট থেকে ১ কেজি ১’শ ৯৩ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা।

তিনি আরও জানান, আটকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। মামলা শেষে তাকে আদালত ও স্বর্ণের বারগুলী ট্রেজারীতে জমা দেওয়া হবে।