নিজস্ব প্রতিনিধি,বেনাপোল:
সাতক্ষীরা-যশোরগামী বাবলু পরিবহন নামে একটি বাস নাভারণ সাতক্ষীরা মোড়ে তল্লাশি করে ৭ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।এ সময় কাউকে আটক করতে পারেনি তারা।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টা দিকে আমড়াখালী বিজিবির একটি বিশেষ অভিযানিক দল অভিযান চালিয়ে ইয়াবার চালানটি আটক করে।
বিজিবি জানায়. যশোর ৪৯ বিজিবির অধীনস্থ আমড়াখালী চেকপোষ্টের সুবেদার মোঃ আহাদ হোসেনের কাছে একটি গোপন খবর আসে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী বাবলু পরিবহন নামে একটি বাসে করে ইয়াবার একটি বড় চালান ভারত থেকে পাচার করে দেশের অভ্যন্তরে আনা হচ্ছে। এ সময় সুবেদার আহাদ হোসেন একটি সংগীয় টহল দল নিয়ে নাভারণ মোড়ে গোপন অবস্থানে থাকে। পরিবহনটি আসামাত্র বিজিবি সদস্যরা তল্লাশি শুরু করে। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর একটি খালী সিটের নীচ থেকে ৬টি ছোট পলিথিনে মোড়ানো ৭ হাজার ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট পায়। যার সিজার মুল্য ২২ লাখ ২০ হাজার টাকা। ইয়াবার চালানটি ব্যাটালিয়নে জমা রাখা হবে। পরে এটি ধ্বংস করা হবে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল ইয়াবার একটি চালান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post