চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৬৪ পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছে।শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ওমান এয়ারের ডব্লিউওয়াই ৩১১ ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করেন।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক হলেন গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিমানবন্দরের কর্মরত কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বিমানবন্দরের ভেতর থেকে ৬৪ পিস স্বর্ণের বার আটক করেছে।
যার ওজন প্রায় সাড়ে সাত কেজি। আনুমানিক যার বাজার মূল্য ৬৫ কোটি টাকারও উপরে বলে ধারণা করা হয়।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ক্যাপ্টেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post