কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর উপজেলার মীর আবদুল করিম কলেজে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে কলেজ শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা হয়েছে।
গতকাল দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের এডহক কমিটির সভাপতি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী।
এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে প্রতিযোগী করার লক্ষ্যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন ও যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে আমার পক্ষ যত ধরণের সহযোগিতা প্রয়োজন আমি করব। আমি মিরপুরের মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষাসহ তাদের দক্ষতা ও যোগ্যতা জাতীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করতে চাই। আমি জানি আমার একার পক্ষে এটি সম্ভব নয়, আমি এ ক্ষেত্রে সমাজে আলো দানকারী শিক্ষকদের আন্তরিক সহযোগিতা চাইছি। আপনাদের সহযোগিতা, মনোবল ও সাহস পেলে আমি এ উপজেলার শিক্ষার মানোন্নয়ন ও বিস্তারে বিপ্লব সৃষ্টি করবো ইনশাআল্লাহ।
সভায় শিক্ষার গুণগত মানোন্নয়নে কি কি করণীয় সে বিষয়ে শিক্ষক- শিক্ষার্থী, সুশিল সমাজ, সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সঠিকভাবে পাঠদান, কলেজে মোবাইল ফোন ব্যবহার না করা ও শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বসুলভ আচরণসহ বিভিন্ন পরামর্শ দেয়াসহ নানা দিক নিয়ে আলোচনা করেন তিনি।
কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, কলেজের সহকারী অধ্যাপক খাইরুল ইসলাম, হারুন অর রশিদ, সিনিয়র প্রভাষক শাহীনুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মীর আব্দুল করিম কলেজ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মির্জানগরে অবস্থিত। যশোর শিক্ষা বোর্ডের অধিনস্ত একটি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ)। কলেজটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
এই মীর আব্দুল করিম কলেজ প্রতিষ্ঠা করেন সাবেক রাস্ট্রদূত ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মরহুম এম এম রেজাউল করিম। কলেজ কমিটির সহসভাপতি ও কলেজ প্রতিষ্ঠায় সম্পৃক্ত ছিলেন মরহুম আব্দুর রউফ চৌধুরী। মরহুম এম এম রেজাউল করিম ছিলেন মরহুম আব্দুর রউফ চৌধুরীর ফুপাত ভাই।

Discussion about this post