Print Date & Time : 24 August 2025 Sunday 12:18 am

শিক্ষার্থীদেরকে পুঁজি করে বিএনপি-জামাতের নৈরাজ্যের আশঙ্কায় ইবি ছাত্রলীগের বিক্ষোভ

ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি : কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে পুঁজি করে বিএনপি-জামাতের নৈরাজ্যের আশঙ্কায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।

সোমবার (১৬ জুলাই) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয় জিয়া মোড় এলাকা থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে অনুষদ ভবনের নিচতলায় আলোচনা সভায় মিলিত হয়। 

এসময় মিছিলে ‘ একটা একটা শিবির ধর, ধরে ধরে জবাই কর; তুমি কে আমি কে, বাঙালি, বাঙালি; যারা বলে রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ ইত্যাদি স্লোগান দেয় নেতাকর্মীরা।

এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, “আমরা প্রথম থেকে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন পর্যবেক্ষণ করেছি। যখন এই আন্দোলনে শিবির আসবে তখন সাধারণ শিক্ষার্থীরা সেন্টিমেন্ট বুঝবে না। 

তারা তাদের উদ্দেশ্য সাধন করার জন্য চক্রান্ত করবে। আমরা চাই বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক। কেউ যেন এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের রক্তের উপর হোলি খেলতে না পারে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের কাছে নিরাপদ।”

এ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন আজাদ বলেন, “আজকে আমাদের কাছে ক্যাম্পাস ব্যতিক্রম মনে হয়েছে। অনেক অজানা অচেনা লোকের ঘোরাঘুরি লক্ষ করেছি। আমাদের সজাগ দৃষ্টি রেখেছি। প্রক্টোরিয়াল বডিদেরকে জানানো হয়েছে। আমরা চেষ্টা করবো শিক্ষার্থীরা যাতে নিরাপদে থাকে।”

উল্লেখ্য , ১৬ জুলাই বেলা ১১টায় কোটা আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করেন। 

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৬ জুলাই ২০২৪