নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার মিরপুর উপজেলার বেলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে নাজমুল হুদা বাচ্চু নামের এক শিক্ষকের বিরুদ্ধে। তবে অভিযোগের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জানা যায়, শিক্ষকদের বাড়ি বাড়ি বিদ্যালয়ের আশেপাশে হওয়ায় স্থানীয় প্রভাব খাটিয়ে শিক্ষার্থীদের উপর প্রতিনিয়ত অমানবিক নির্যাতন করে আসছে এই শিক্ষক।
শিক্ষার্থীরা জানান, “আমাদের উপর স্যার প্রতিনিয়ত মারধর করে। আমাকে স্যার আমার চুলের মুষ্টি ধরে বেঞ্চে ধাক্কা দিয়ে আমাকে আঘাত করেছে। স্যার আমাদের খুব মারধর একটু কিছু করলেই। আমরা তো ছোট মানুষ “।
অভিভাবকরা জানান, “আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠায় সন্তানদের শিক্ষা দিতে স্যার যদি পড়াশোনার নামে এভাবে মারধর করে তাহলে তো এগুলো বেমানান।এমন করলে আমরা আমাদের ছেলেমেয়েকে স্কুল পাঠাবো না এমন শিক্ষার দরকার নেই”।
শিক্ষক নাজমুল হুদা বাচ্চু জানান, “শিক্ষার্থীদের পড়াশানো করাতে গেলে একটু শাসন করাই লাগে। তবে ২০/২৫ জনকে মারধরের প্রশ্ন করলে সদুত্তর দিতে পারেননি তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলুপ কুমার বলেন,”বিষয়টি সম্পর্কে আমি অবগত। তবে শিক্ষার্থীর ওপর এমন নির্যাতনের আমি পক্ষে না”।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৭ আগষ্ট ২০২৪

Discussion about this post