সিলেট প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বর্তমান শিক্ষার্থীদেরকে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে পড়ালেখায় অধিক মনোযোগী হতে হবে।
আগামীর বাংলাদেশ হবে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ। এদেশের উন্নয়ন অগ্রগতিতে শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য।
তিনি রবিবার দুপুরে দক্ষিণ সুরমার নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ
কলেজ পরিদর্শন উপলক্ষে কলেজের শিক্ষক মিলনায়তনে তাৎক্ষণিকভাবে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কলেজ অধ্যক্ষ মো নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে ও শিক্ষক পর্ষদের সাধারণ সম্পাদক এম. এ বায়েছের সঞ্চালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর লুৎফর রহমান,
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক -কর্মচারী ঐক্যজোটের সিলেট জেলা সভাপতি অধ্যাপক ফরিদ আহমেদ, কলেজের সহকারী অধ্যাপক শিরিনা বেগম, সহকারী অধ্যাপক
নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক এম. এ জলিল, সহকারী অধ্যাপক এম, এ আজিজ প্রমুখ।
সভায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথি নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন করেন।
এহ/20/10/24/ দেশ তথ্য
প্রিন্ট করুন
Discussion about this post