Print Date & Time : 10 May 2025 Saturday 12:11 pm

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন

রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী: পটুয়াখালীতে আব্দুল করিম মৃধা কলেজের ছাত্র মোহাম্মদ মিরাজের উপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে কলেজের শিক্ষার্থী ও সহপাঠীবৃন্দ।

সোমবার (১৩জানুয়ারি) বেলা সাড়ে ১২ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

উল্লেখ্য, গতকাল সাড়ে বারোটায় পটুয়াখালী করিম মৃধা কলেজে ক্যাম্পাসে কিছু বহিরাগত প্রবেশ করলে কলেজ শিক্ষার্থীরা তাদেরকে বাধা দেয়।

এ সময় বহিরাগত ও কলেজ শিক্ষার্থীদের সাথে তাদের বাকবিতণ্ড হয়। পরে ২০ থেকে ৩০ জন বহিরাগত মিলে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলা করে এতে এইচএসসির দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিরাজের মাথায় আঘাত লাগে।

ঘটনাস্থলে মিরাজ মাটিতে লুটে পড়ে। পরে কলেজের শিক্ষার্থীরা মিলে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্ররন করা হয়।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো: ইমতিয়াজ জানান, এ বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করে নাই অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।