শিক্ষা কর্মকর্তাকে চড় মারার ঘটনায় দেওয়ানগঞ্জের পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি এড.মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহকে লাঞ্চিত করেন পৌর মেয়র। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় ব্যাপক প্রচার হয়েছে। এতে করে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বিষয়টি সংগঠনের জন্য বিব্রতকর। তাই সংগঠনের শৃঙ্খলা ফিরিয়ে আনার স্বার্থে এবং অসাংগঠনিক কর্মকাণ্ডের কাজে লিপ্ত থাকার অভিযোগে তাকে উপজেলা আওয়ামী লীগের সদস্য থেকে বহিষ্কার পূর্বক অব্যাহতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থাপক ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মেহের উল্লাহ।
শ্রদ্ধা নিবেদনের জন্যে মাইকে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নাম ঘোষণা করছিল। পৌরসভার নাম ৫ নম্বরে ঘোষণা করার কারণে মেয়র প্রকাশ্যে ওই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাকে প্রকাশ্যে থাপ্পড় মারেন। প্রকাশ্যে এই ধরণের ঘটনা ঘটলেও প্রতিবাদ করার মতো সাহস কেউ পাননি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ বলেন, জেলা প্রশাসক মোর্শেদা জামানের পরামর্শ অনুযায়ী থানায় মামলা দিয়েছি। দ্রুত সময়ের মধ্যে আসামির গ্রেপ্তার ও তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।