Print Date & Time : 24 August 2025 Sunday 3:37 pm

শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ শতাধিক বৃক্ষ রোপন

রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালীঃ পটুয়াখালীর ২২ টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক বৃক্ষ রোপন করেছে রিয়াজ উদ্দিন ফাউন্ডেশন নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (৯মে) বেলা ১২ টার দিকে পটুয়াখালী সরকারি জুবিলি মাধ্যমিক বিদ্যালয় থেকে বৃক্ষ রোপন কর্মসূচী শুরু করে প্রতিষ্ঠানটির ফাউন্ডার ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন মৃধা।

এসময় রিয়াজ উদ্দিন মৃধা বলেন, সারা দেশে গরমের দাপট দেখা দিয়েছে। এ থেকে আমাদের পরিত্রাণ করতে পারে একমাত্র গাছ। গাছের অনেক গুনাগুণ রয়েছে যেটা আমরা সবাই অবগত। আমরা আজ পটুয়াখালী শহরের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে গাছ রোপণ করবো। এরপরে ধিরে ধিরে বিভিন্ন স্থানে এ কার্যক্রম আরো বৃদ্ধি করা হবে।

বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

দৈনিক দেশতথ্য//এইচ//