শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকালে শহরের মুজিব চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সেসময় সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা শাখার সভাপতি মহিউদ্দিন, শিক্ষক নেতা মুহাম্মদ আব্দুল মমিন, সুব্রত মল্লিক, মনিরুজ্জামান, আলমগীর হোসেন, মাসুদ করিম, আব্দুর রাজ্জাক, ইসাহাক আলী, জালাল উদ্দিন, নজরুল ইসলাম, শাহানাজ পারভীন রিপা, শাহজাহান আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, অবসর গ্রহণের ৬ মাষের মধ্যে প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষখের বেতন ৬ষ্ট ও ৭ম গ্রেডে প্রদাণ, ম্যানেজিং কমিটির সদস্যরে নুন্যতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণকরা সহ কয়েক দফা দাবী তুলে ধরেন। দাবী আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় মানবন্ধন থেকে।
খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য ,১৩ মার্চ ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post