শিববাড়িয়া নদীর উপর শেখ রাসেল ব্রীজ
নির্মাণ করায় পলি জমে নাব্যতা সংকট সৃষ্টি হওয়ায় নৌ-যান চলাচলের জন্য শিববাড়িয়া খাল খননের দাবীতে জেলেদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর, আলীপুরমৎস্য বন্দরের প্রবেশ পথ শিববাড়িয়া নদী নৌ-যান চলাচলের অনুপযোগী হয়েপড়েছে।
নদীর দুই তীর দখল, দূষন ও মহিপুর
বন্দর মৎস্য আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর আয়োজনে শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে শেখ রাসেল সেতুর উপরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বন্দর মৎস্য আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ
এর সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম, ব্যবসায়ী মোঃ ফজলু গাজী, ইউপি
সদস্য মোঃ জামাল হাওলাদার, মহিপুর ট্রলার মালিক সমিতির সভাপতি মোঃ
দেলোয়ার গাজী ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।
বক্তারা বলেন, সাগর থেকে মাছধরা ট্রলার মহিপুর ও আলীপুরের প্রবেশ পথ
শিববাড়িয়া খালে প্রবেশ করতে পারছে না। মাছ ধরার ট্রলার যদি মৎস্য
বন্দরে আসতে না পারে তাহলে বন্দর অচল হয়ে পড়বে। তাই সংশ্লিষ্ট
প্রশাসনের কাছে শিববাড়িয়া খাল খনন করার জোর দাবি জানান তারা।
এ সময় মৎস্য বন্দর মহিপুরের ট্রলার মালিক ও জেলেরা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এইচ/
প্রিন্ট করুন
Discussion about this post