Print Date & Time : 15 September 2025 Monday 8:42 pm

শিশুদের ভিটামিন ‘ এ ‘ ক্যাপসুল খাওয়ানো হবে ১৮ জুন

১৮ জুন শিশুদের ভিটামিন ‘ এ ‘ ক্যাপসুল খাওয়ানো হবে। ঐদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কুষ্টিয়া জেলার ১৫৬৬ কেন্দ্রে এক যোগে ভিটামিন ‘ এ ‘ ক্যাপসুল খাওয়ানো হবে। এসময় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।গতকাল বিকেলে কুষ্টিয়া সিভিল সার্জন কার্য্যালয়ের মিলনায়তনে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল ইসলাম এসব তথ্য তুলে ধরেন। কুষ্টিয়ার সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামসহ সিভিল সার্জন অফিসের অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তা এসময়  উপস্থিত ছিলেন। 

এবি//দৈনিক দেশতথ্য//জুন ১৩,২০২৩//