Print Date & Time : 12 September 2025 Friday 11:07 pm

শীতবস্ত্র বিতরন উদ্বোধন করলেন এমপি আনোয়ার খান

মোঃ আউয়াল হোসেন পাটোয়ারী, রামগঞ্জ (লক্ষ্মীপুর) থেকেঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ১০টি ইউনিয়নে শীতার্থ মানুষের মাঝে ২০ হাজার কম্বল বিতরন উদ্বোধন করেছেন লক্ষ্মীপুর-১(রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড.আনোয়ার হোসেন খান।

আজ রবিবার (২২ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জের কাঞ্চনপুর ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করেন তিনি।

প্রতিবছরের ন্যায় এবারও ব্যক্তিগত অর্থে এসব কম্বল শীতার্ত অসহায় মানুষের মাঝে বিতরণ করছেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন, রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক, সাবেক মেয়র বেলাল আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন খোকন প্রমুখ।

দৈনিক দেশতথ্য//এসএইচ//