কুষ্টিয়া প্রতিনিধি:
স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়ায় শতাধিক অসহায় শিশুকে শীতের নতুন পোশাক উপহার দেওয়া হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে শহরতলীর সৈয়দ মাসউদ রুমি ডিগ্রী কলেজ মাঠে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনটির সদস্য সচিব ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতাধিক অসহায় শিশুদের হাতে শীতের নতুন পোশাক উপহার হিসেবে তুলে দেন। নতুন পোশাক পেয়ে উচ্ছমিত হয়ে ওঠে শিশুরা।
এ সময় উপস্থিত ছিলেন, সৈয়দ মাছ-উদ রুমী কলেজের সহকারী অধ্যক্ষ শরিফুল ইসলাম, মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাহফুজ্জামান তিতাস, জেলা স্বেচ্ছাসেবক দলের স্বনির্ভর বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন জীবন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সবুজ মন্ডল, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শামিম উল হাসান অপু বলেন, দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারী হয়ে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন এবং যুদ্ধে অসীম বিরত্বের পরিচয় দেন।
Discussion about this post