মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলস্হ শেখবাড়ি জামিয়ায় ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) বাদ আসর শেখবাড়ী জামেয়ার মসজিদে বিলাল রাযি. এ ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড বাংলাদেশের উদ্বোধন করেন বোর্ডের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা)।
উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, নূরানী তালীমুল কুরআল বোর্ডের প্রশিক্ষক মাওলানা শায়খ এমদাদুর রহমান কাটারাই, শেখবাড়ী জামিয়ার ভাইস প্রিন্সিপাল শেখ আহমদ আফজল বর্ণভী, বরুণা মাদ্রাসার মুহাদ্দীস মাওলানা সাইফুর রহমান মক্কী, শেখবাড়ি জামিয়ার শায়খুল হাদীস মাওলানা মীযানুর রহমান কাসেমী, আঞ্জুমানের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা শেখ সা’দ আহমদ আমীন বর্ণভী, আঞ্জুমানের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা শাব্বির আহমদ ফতেহপুরী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও সভাপতি-সেক্রেটারি, শিক্ষক-শিক্ষার্থী এবং সমাজের বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে পীর সাহেব বরুণা আগত মেহমানদের লক্ষ্য করে বলেন- দেশের ভবিষ্যত প্রজন্মকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে এবং সাবাহি মক্তব শিক্ষা-কার্যক্রমকে উন্নত ও কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে আমি দেশের আলেম উলামা ও গুণীজনদের সাথে পরামর্শ করে এই মক্তববোর্ড গঠন করেছি। আলহামদুলিল্লাহ, কোন প্রকার বাঁধা-বিপত্তি ছাড়া যথাযথভাবে বোর্ডগঠনে কাজ সম্পন্ন হয়েছে। মজলিসে শুরা এবং মজলিসে আমেলা গঠন করা হয়েছে।
দেশবাসী সকল ধর্মপ্রাণ মুসলমান ও মসজিদ কমিটিকে আহ্বান করছি, আপনাদের এলাকার মক্তবগুলোকে ফয়যে বর্ণভী সাবাহি মক্তব বোর্ড বাংলাদেশের সাথে সম্পৃক্ত করুন। বোর্ডকর্তৃপক্ষ সার্বিক তত্ত্বাবধানের মাধ্যমে আপনার সন্তানকে ইসলামের বুনিয়াদী শিক্ষায় শিক্ষিত করতে সব রকমের চেষ্টা চালিয়ে যাবে ইনশাআল্লাহ।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ৩১,২০২৩//

Discussion about this post