দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া- টুঙ্গিপাড়া) আসন থেকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্টম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার গাজী আফরোজা বিনতে মনসুর (গাজী লিপি)।
গত সোমবার সন্ধ্যায় গাজী লিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ লক্ষ ৪৯ হাজার ৯শত ৬২ ভোট পেয়ে গোপালগঞ্জ-৩ আসন থেকে অষ্টম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে শীঘ্রই পঞ্চম বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদীয় আসনে তাঁর বিপক্ষে আরো ৫ প্রাথী প্রতিদ্বন্দীতা করেছিলেন। এই ৫জন প্রাথীর মধ্যে কোন প্রার্থীই ৫শত উপরে ভোট পাননি।
গাজী লিপি বলেন, গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া- টুঙ্গিপাড়া) আসনের জনগণ ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অষ্টম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত করায় তিঁনি কোটালীপাড়া- টুঙ্গিপাড়া উপজেলার ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী আছেন বলেই আমি কোটালীপাড়ার মেয়ে হিসেবে তাঁর অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি। তিঁনি আমার মতো কোটালীপাড়া- টুঙ্গিপাড়ার প্রতিটি ভোটারকে খুবই ভালোবাসেন। কোটালীপাড়া- টুঙ্গিপাড়ার প্রতিটি ভোটারও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকেও খুবই ভালোবাসেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post