Print Date & Time : 24 August 2025 Sunday 8:08 pm

শেখ হাসিনা সেনানিবাসের নাম ‘পটুয়াখালী সেনানিবাস‘ করার দাবিতে মানববন্ধন

রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালীঃ পটুয়াখালীর লেবুখালীতে অবস্থিত সেনানিবাসের নাম ‘পটুয়াখালী সেনানিবাস‘ করার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার(১৪ মার্চ) বাদ জুমা পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও দুমকী উন্নয়ন ফোরামের আয়োজনে সেনানিবাস সংলগ্ন দুমকীতে অবস্থিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চত্ত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান বলেন, গত ১০ মার্চ শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য ব্যক্তিবর্গের নামে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন ১৬টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম বাতিল করে নতুন নামকরণ করা হয়। এরমধ্যে পটুয়াখালী জেলার লেবুখালীতে অবস্থিত ক্যন্টনমেন্টের নতুন নামকরণ করা হয় ‘বরিশাল সেনানিবাস’। পটুয়াখালী জেলার মধ্যে অবস্থিত এ ক্যান্টনমেন্টের নাম ‘পটুয়াখালী সেনানিবাস’ না করে ‘বরিশাল সেনানিবাস’ করায় পটুয়াখালীবাসীকে বঞ্চিত করা হয়েছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, দুমকি উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান , জমি দাতা রশিদ গাজী , দাতা আব্দুস সালাম খান, সুমন শরিফ , বাবুল শরিফ , ব্যবসায়ী নেতা দেলোয়ার হোসেন দুলাল , প্রকৌশলী কামাল হোসেন, প্রমুখ।