ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপার বাহির রয়েড়া গ্রামে অগ্নিকান্ডে ২টি গরু পুড়ে মারা গেছে।
এতে অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
শনিবার রাত আনুমানিক ১ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, বাহির রয়েড়া গ্রামের কৃষক আয়ুব হোসেন দুটি গাভী গরু পালন করতেন। গতকাল একটি গাভীর পেট থেকে বাছুর ভূমিষ্ট হয়। রাতে গোয়াল ঘরে তারা মশার কয়েল জ্বালিয়ে দেয়। অসাবধানতা বশত মশার কয়েল থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এক পর্যায়ে পুরো গোয়াল ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই গর্ভবতী একটি গাভী গরু ও সদ্য ভূমিষ্ট একটি বাছুর পুড়ে মারা যায়। মৃত গাভীটি ১০ মাসের গর্ভবতী ছিলো, দু’একদিনের মধ্যে বাচ্চা ভূমিষ্ট হওয়ার কথা ছিলো। অন্যদিকে সদ্য প্রসূতি গাভীটিও পুড়ে ঝলসে গেছে।
কৃষক আয়ুব হোসেন জানান, আগুনে তার ১০ মাসের গর্ভবতী গাভী ও একটি বাছুর মারা গেছে। আরেকটি গাভী পুড়ে ঝলসে গেছে। এতে অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। পরে স্থানীয়রা পুড়ে মরা গরুগুলোকে বাড়ীর পার্শ্বে গর্ত খুড়ে পুতে রাখে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post