ঝিনাইদহের শৈলকুপায় ৩’শ ৭৯ টি অতিদরিদ্র পরিবারের মাঝে ৩৪ লাখ ১১ হাজার টাকার অনুদান প্রদাণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ (এসডিএফ)’র পক্ষ থেকে উপজেলার গোলকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আর্থিক অনুদান প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন শৈলকুপা উপজেলা চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহম্মেদ, ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহŸায়ক মতিয়ার রহমান বিশ^াস, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন এসডিএফ’র জেলা ব্যবস্থাপক কাজী হাসানুজ্জামান।
আয়োজকরা জানায়, হতদরিদ্র মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলার ২ টি ইউনিয়নের ৮ টি গ্রামের ৩’শ ৭৯ টি পরিবারের মাঝে সরকারের এই অনুদান বিতরণ করা হয়েছে। তারা বলেন, এসডিএফ বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি অলাভজনক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে ২০০১ সাল থেকে কাজ করে যাচ্ছে। এ সংস্থাটি প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকে শুরু করে অদ্যবধি গ্রামীণ দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এসডিএফের রূপকল্প হলো “টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র দূরীকরণ”।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৪ মার্চ ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post