Print Date & Time : 12 September 2025 Friday 4:13 am

শৈলকুপায় কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ শুরু

ঝিনাইদহের শৈলকুপায় ১০ হাজার ৯’শ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শুরু হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ, ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহŸায়ক মতিয়ার রহমান বিশ^াস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আনিছুজ্জামান খান।

পরে উপজেলার বিভিন্ন গ্রামের ১০ হাজার ৯’শ কৃষকের মাঝে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় সার ও বীজ বিতরণ শুরু করা হয়। এবার উপজেলার ৭ হাজার ৪’শ কৃষকের প্রত্যেককে ৫ কেজি ধান বীজ ও ২০ কেজি রাসায়নিক সার এবং ৩ হাজার ৫’শ কৃষকের প্রত্যেককে ১ কেজি করে পাটবীজ দেওয়া হচ্ছে। আগামী ৩১ মার্চের মধ্যে এ বিতরণ কার্যক্রম শেষ হবে বলে জানান কৃষি বিভাগের কর্মকর্তারা।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৪ মার্চ ২০২৩