সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মাছের ঘের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
(২৪শে মার্চ) শুক্রবার সকাল ১০টার সময় উপজেলার রমজাননগর গ্রামের আব্দুল মজিদের ঘের থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিলাল হোসেন (৪০) উপজেলার রমজাননগর গ্রামের মৃত আব্দুস সাত্তার গাজীর ছেলে। এ সময় মরদেহের পাশ থেকে বাগদা চিংড়িসহ নেটের ব্যাগ ও একটি লাঠিও উদ্ধার করা হয়।
বিলালের স্ত্রী আকলিমা বেগম জানান, রাতে খাওয়ার পর বিলাল বাড়ি থেকে বের হন। সেহরির সময় না ফেরায় আমার শ্বাশুড়ি তার খোঁজে বের হন। সকালে তার মরদেহ ঘেরের পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখে স্থানীয়রা বাড়িতে খবর দেন।
বিলালের চাচাতো ভাই সুরত আলী বলেন,স্থানীয়রা ভোরে তার লাশ ঘেরে ভাসতে দেখে আমাদের খবর দিলে পুলিশ যেয়ে লাশ উদ্ধার করে।
রমজাননগর ইউপি চেয়ারম্যান আল মামুন বলেন, বিলাল অন্যের ঘের থেকে মাছ চুরি করতো। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে বা হত্যা করা হয়েছে কি না তা এখনই বলা যাচ্ছে না।
শ্যামনগর থানার শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম (বাদল) জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ২৪,২০২৩//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post