Print Date & Time : 24 August 2025 Sunday 1:41 pm

শ্যামনগরে আগুনে পুড়ে ৩ টি দোকান ঘর ভস্মীভূত

মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী বাজারের ৩ টি দোকান ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।

রবিবার বেলা দুপুর ২.৩০ মিনিটে  নওয়াবেঁকী বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায় প্রতিদিনের ন্যায় দুপুরে দোকান বন্ধ করে বাড়িতে যায় । ইলেকট্রিক মিস্ত্রি আব্দুল কাদের দোকান থেকে শর্ট সার্কিটে মাধ্যমে আগুন লেগে আব্দুল কাদেরের ইলেকট্রিক ঘর সহ মেজবাবিন সু স্টোর ও বিসমিল্লাহ ঔষধ ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়।

স্থানীয় ব্যবসায়ীরা দেখতে পেয়ে দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু তার আগেই দােকান তিনটির মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে স্থানীয় ব্যবসায়ীরা ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করেন।

অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন, শ্যামনগর   উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জ্জামান সাঈদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এবি//দৈনিক দেশতথ্য//১২ মে,২০২৪//