Print Date & Time : 29 August 2025 Friday 2:38 pm

শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা

সাতক্ষীরার শ্যামনগরে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। মৃত গৃহবধূ হলেন, শ্যামনগর থানার ভূরুলিয়া (কালিতলা) গ্রামের মোঃ হাসান এর স্ত্রী শরিফা খাতুন (২১)।

২১ আগস্ট সোমবার দুপুর ২ টার সময় শরিফা খাতুন তার শশুর বাড়িতে আত্মহত্যা করেছেন।

পরিবারের বরাত দিয়ে ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু জানান, দুপুরে বাড়িতে কেউ না থাকায় পরিবারের সকলের অগোচরে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
পরবর্তীতে পরিবারের লোকজন বাড়িতে এসে তাকে ঘরের আড়ার সহিত ঝুলতে দেখতে পায়। পারিবারিক কলহের জের ধরে অভিমানে সে আত্মহত্যা করতে পারে।

শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কাছে খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়ে। এঘটনায় শ্যামনগর থানায় ৪৬ নং অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ/