মনিরুজ্জামান জুলেট শ্যামনগর সাতক্ষীরা ।। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় অতিরিক্ত জোয়ারের কারণে নদীর বেড়িবাঁধ ছাপিয়ে লোকালয়ে পানি প্রবেশের আশঙ্কা রয়েছে।
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়ায় ওবদার বেড়িবাঁধের বাইরের রাস্তা ছাপিয়ে পানি প্রবেশ করা শুরু হয়েছে।
এ নিয়ে আতঙ্কে আছে এলাকার মানুষ। পূর্ণিমার গণের শুরুতে যে পরিমাণ জোয়ারের পানি বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে।সামনের দিন গুলোতে আরো পানি বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাড়াতাড়ি যদি ঝুঁকিপূর্ণ ওবদার কাজ না করা হয় তাহলে আবার এলাকায় পানি ডুকে ডুবে যাবে।
এ বিষযয়ে গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, এখনো পানি ডোকার খবর নেই। তবে জোয়ারের পানি অনেক বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার সাজ্জাদ হোসেন বলেন, অতিরিক্ত জোয়ারের কারণে ঝুঁকিপূর্ণ জায়গায় পানি প্রবেশের আগে ব্যবস্থা নেওয়া হবে, তার জন্যে আমরা প্রস্তুত আছি।
আর//দৈনিক দেশতত্য//১০ সেপ্টেম্বর-২০২২
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post