Print Date & Time : 23 August 2025 Saturday 10:45 pm

শ্যামনগরে ডাম্পার ধাক্কায় শিক্ষার্থী নিহত

মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ শ্যামনগরে ডাম্পার ট্রাকের ধাক্কায় পলাশ আউলিয়া (১৯) নামে এক ছাত্র নিহত হয়েছে।

আজ ২৫ মে শনিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বড় কুপোট এলাকায় নওয়াবেঁকী-কলবাড়ী সংযোগ সড়কে এ ঘটনা ঘটে। নিহত পলাশ উপজেলার নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের একাদশ শ্রেনীর ছাত্র।

একই উপজেলার মুন্সিগঞ্জের জেলেখালী গ্রামের ভোলানাথ আউলিয়ার ছেলে সে।

স্থানীয়রা ঘাতক ডাম্পার ট্রাকটি আটক করেছে।নিহতের সহপাঠী সাদিক হোসেন জানান তারা দুই বন্ধু বাড়ি থেকে মটর সাইকেলযোগে কলেজে যাচ্ছিল। বড়কুপোট এলাকায় পৌছানোর পর জামান ব্রিকস নামীয় প্রতিষ্ঠান থেকে দ্রুতগতিতে ডাম্পার ট্রাকটি মুল সড়কে উঠার চেষ্টা করে। এসময় ডাম্পারের অগ্রভাগ দিয়ে পিছনে ধাক্কা দেয়া হলে মটর সাইকেলসহ তারা রাস্তায় ছিটকে পড়ে। একপর্যায়ে ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে পলাশ ঘটনাস্থলে নিহত হয়।

সাদিক আরও জানায় ১৫/১৬ বছর বয়সী এক তরুন ডাম্পার ট্রাকের চালকের আসনে ছিল।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক শাকির হোসেন বলেন চাকার নিচে পড়ে ফুসফুস ফেটে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মাত্র দু’দিন আগেও উপজেলার হায়বাদপুরে ডাম্পার ট্রাকের ধাক্কায় আব্দুল করিম নামে এক ব্যক্তি নিহত হয়। দ্রুত এসব অবৈধ ডাম্পার ট্রাকসহ অপ্রাপ্ত বয়স্ক চালকদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//