Print Date & Time : 25 August 2025 Monday 12:32 am

শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে ফয়জুল্লাহ (৪) নামের এক শিশু মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে শ্যামনগর পৌরসভার সোয়ালিয়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশু ওই গ্রামের মোঃ রেজাউল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, শিশু ফয়জুল্লাহ বাড়ির উঠানে খেলা করছিল। শিশুটির মা দুপুরের রান্না করছিলেন ও বাবা পার্শ্ববর্তী তাদের মৎস্য ঘেরে জাল দিয়ে মাছ ধরছিলেন এবং দাদা বাড়ির আঙিনায় ঘেরা দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। এসময় সবার অগোচরে শিশু ফয়জুল্লাহ বাড়ির পিছনে পুকুরের পানিতে পড়ে যায়। ছেলেকে বাড়ির উঠানে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন মা। খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির মা পুকুরের পানিতে ফয়জুল্লাহকে ভাসতে দেখে। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিলন হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।

দৈনিক দেশতথ্য//এইচ/