Print Date & Time : 12 September 2025 Friday 10:50 pm

শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৫ ই জুন সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে প্রধান প্রধান সড়ক পরিদক্ষন করে উপজেলায় শেষ হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজিবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাইদ, ভাইস চেয়ারম্যান মোঃ নাজমুল হুদা রিপন, মহিলা ভাই চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি।

এসময় আরো উপস্থিত ছিলেন অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর ক্লাইমেট এডভোকেট আবু রায়হান, রোকোনুজ্জামান মুন্না, আবু রাথান, হেনা পারভীন সহ সকল ক্লাইমেট এডভোকেট সদস্য ও কমিউনিটি মবিলাইজার শফিকুল ইসলাম, তানিয়া সুলতানা, মরিয়ম খাতুন। ফিল্ড অর্গানাইজার রেজাউল করিম,ফিল্ড অফিসার মোস্তফা সাগর ও কেস ম্যানেজমেন্ট অফিসার মেহেদী হাসান, উপজেলার অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, শিক্ষক, শিক্ষার্থী সহ সুশীল সমাজের মানুষ উপস্থিত ছিলেন।

সোহাগ//জুন ০৫,২০২৪//