সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব মাসিক স্বাস্থ্য বিধি দিবস উপলক্ষ্যে জারী গানের মাধ্যমে উপকূলীয় এলাকায় নারীদের মাসিক স্বাস্থ্য সচেতনা বৃদ্ধি করার লক্ষ্যে এই জারী গানের আয়োজন করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াটার এইডের সহযোগিতায় ও বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের বাস্তবায়নে ৪ঠা জুন রবিবার বিকাল চারটায় উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের দেওয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উক্ত ইউনিয়নের নারীদের সমন্বয়ে নারীদের মাসিক স্বাস্থ্য সচেতনা বৃদ্ধির উপায় সমূহ জারী গানের তালে তালে পরিবেশন করেন দাউদ বয়াতি।
রুপান্তরের প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ আসাদুল হক সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিমাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল কবীর ,রুপান্তরের মনিটারিং অফিসার সাদিয়া সুলতানা প্রমূখ। সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন রুপান্তর কর্মী ইন্দ্রানী ও শাহিনুর ইসলাম।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ০৪,২০২৩//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post