Print Date & Time : 14 March 2025 Friday 9:36 pm

শ্যামনগরে যুবলীগের ত্রাণ বিতরণ

মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর (সাতক্ষীরা )প্রতিনিধি : শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে ভাঙ্গন কবলিত এলাকায় যুবলীগের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ১১ টায় সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর পুত্র এস এম তারেক বিন হায়দার রাজন এর উদ্যোগে ও শ্যামনগর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এস এম সায়েদ বিন হায়দার রাজিব এর আয়োজনে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দূর্গাবাটি এলাকায় প্লাবিত অসহায় পরিবারের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ হিসেবে দেওয়া হয় শুকনা চিড়া ,আখের মিষ্টি ,খাওয়ার স্যালাইন ,মোমবাতি ও গ্যাস লাইট। এর আগে ভাঙন কবলিত এলাকায় অসহায় পরিবারদের মাঝে উন্নত মানের রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান, শ্যামনগর ক্রিকেট জায়ান্ট এসোসিয়েশন এর কো-চেয়ারম্যান ফেরদাউস হায়দার ,শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী একরামুল হক লায়েছ, যুবলীগ নেতা সরদার হাফিজুর রহমান, হাসান, ছাত্রলীগ নেতা রাজু মন্ডল, সরকারি মহসীন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সবুর , উপজেলা ছাত্রলীগের সবেক সাংগঠনিক সম্পাদক শেখ সুজন, ছাত্রলীগ নেতা মাহবুব বাবু, কলেজ ছাত্রলীগ নেতা ফয়সাল হায়দার, জাহিদুল ইসলাম ,মিলন,আ: রহিম, মিঠু,রাজিব,মাহফুজ,ফারুখ, শেখ মনির প্রমুখ ।

দৈনিক দেশতথ্য//এল//