মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে ১৪ ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে সুন্দরবন দিবসের স্বীকৃতি ও সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণের দাবিতে ‘যুব ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নে ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সিডিও ইয়ুথ টিমের আয়োজনে উপকূলের যুবদের অংশগ্রহণে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এসময় এসময় সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার শাহীন ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনি খাতুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহকারী হাবিবুল ইসলাম,সিএনআরএস নবপল্লবের উপজেলা সমন্বয়কারী আরিফুর রহমান,সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, শিক্ষক,ছাত্রী ও সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ। এসময় সিএনআরএসএস নবপল্লবের আয়োজনে র্যালি, চিত্রাঙ্কন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, সুন্দরবন উপকূলীয় এলাকার রক্ষাকবচ। নানা কারণে সুন্দরবনের প্রাণ-প্রকৃতি হুমকির মুখে পড়ছে।
সুন্দরবনকে না বাঁচালে উপকূল বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। সুন্দরবন রক্ষার গুরুত্ব তুলে ধরতে ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালন করা হয়।
কিন্তু রাষ্ট্রীয়ভাবে সুন্দরবন দিবসের স্বীকৃতি এখন সময়ের দাবি। তাই সুন্দরবন দিবসের স্বীকৃতি দিয়ে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ ও জনসচেতনতা বাড়াতে হবে।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post