Print Date & Time : 4 September 2025 Thursday 6:56 pm

শ্যামনগর অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

সাতক্ষীরার শ্যামনগরের কৈখালীর যাদবপুর বাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আব্দুল হাকিম নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ আগস্ট) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই জরিমানা করেন।

জনবসতিপূর্ণ এলাকার ভূ-গর্ভ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন তিনি।

এসময় জরিমানার পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক দেশতথ্য//এইচ/