আবু সাঈদ গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির অটোরিকশা চাপায় হযরত আলী (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে।
নিহত হযরত আলী ( ৭০) উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাংগুন গ্রামের মৃত আলী আহম্মদ ছেলে।
পুলিশ ও স্থানীয়দের তথ্যে জানা যায়, গতকাল সন্ধ্যায় বৈরাগবাড়ী হতে ত্রিমোহনী গামী পাকা রাস্তা পারাপারের সময় দ্রুত বেপরোয়া গতিতে অজ্ঞাতনামা অটোরিক্সাচালক পথচারী নিহত হযরত আলী (৭০), কে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায়।
এতে ভিকটিম হযরত আলী গুরুতর জখমপ্রাপ্ত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরিবারের সদস্যরা ভিকটিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভালুকা থানা এলাকায় পৌছালে ভিকটিম হযরত আলী মৃত্যুবরণ করেন। পরবর্তীতে আত্মীয় স্বজন মৃত দেহ তাদের নিজবাড়ীতে নিয়ে গেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে
দৈনিক দেশতথ্য//এইচ//