Print Date & Time : 23 August 2025 Saturday 9:34 pm

শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

আবু সাঈদ গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে রেহেনা আক্তার (২৭) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত গৃহবধূ রেহেনা আক্তার (২৭) যশোর জেলার মো. কিবরিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়দের তথ্যে জানা যায়, মার্কেট মালিক মোস্তফা কামালের মোবাইল ফোনে খবর পেয়ে শুক্রবার (৭ জুন) রাত ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আদিব ডাইং কারখানার পাশের মোস্তফা কামাল মার্কেটের একটি ওষুধের দোকান থেকে গৃহবধূর মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। দোকানটি বাহির থেকে তালাবদ্ধ ছিল। মরদেহের পাশেই পড়ে ছিল একটি দাড়ালো বটি। দোকানটি ওই গৃহবধূর স্বামীর বলে জানা গেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, খবর পেয়ে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশ থেকে একটি ধারালো বটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, স্বামী স্ত্রীকে হত্যার পর মরদেহ ফেলে পালিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//