শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর শ্রীপুরে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় উপজেলা তেলিহাটি ইউনিয়নের তালতলী গ্রামের মোস্তফা কামাল ছেলে আদিল হাসান সোহাগ বাদী হয়ে তরিকুল ইসলাম তোতা সামসুল সরকার (৩৫), পিতা- নজর আলী, হাসান (২৬), পিতা- অজ্ঞাত, ৪ মামুন (৩০), পিতা- মুক্ত, ৫নুরু মিয়া (৫০), পিতা- মন্নাছ আলী, গং সহ অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী আদিল হাসান সোহাগ তার লিখিত অভিযোগে উল্লেখ করেন যে, নিম্ন এ খতিয়ান- ২৫০, আর.এস- ২০৬, এস.এ দাগ ৮৮৯, আর.এস- ৪৪৭০ নং দাগে মোট জমির পরিমাণ- ৫ একর। ইহাতে নালিশী জমির পরিমাণ- ৮৬ শতাংশ। আমার দাদা ভোগ দখলকার থাকাবস্থায় মৃত্যু বরণ করিলে আমার পিতা ও চাচারা পৈত্রিক ওয়ারিস সূত্রে তফসিল বর্ণিত জমি ভোগ দখল করিয়া আসিতেছে। এমতাবস্থায় উল্লেখিত বিবাদীগণ তফসিলী জমি অন্যায় ভাবে জবর দখলের পায়তারা করিয়া আসিতেছে। এমতাবস্থায় উল্লেখিত বিবাদীগণ তফসিলী জমি অন্যায় ভাবে জবর দখলের পায়তারা সহ কোম্পানীর রাস্তা নির্মাণের চেষ্টা করিতেছে। গত (১২ সেপ্টেম্বর) সকাল অনুমান ১০ টার সময় উল্লেখিত বিবাদীগণ সহ অজ্ঞাতনামা বিবাদীগণ পূর্ব পরিকল্পিত ভাবে তফসিলী জমিতে অনধিকার প্রবেশ করিয়া জমি জবর দখল সহ জমির উপর দিয়া কোম্পানীর রাস্তা নির্মান করিতেছে। আমি ও আমার পরিবারের লোকজন বিবাদীদের অন্যায় কাজে বাধ্য দিলে বিবাদীগণ আমাদেরকে গালিগালাজ সহ মারপিট করিতে উদ্যত হয়।
এ ব্যাপারে তরিকুল ইসলাম তোতা জানান, আমার উপর আনিত অভিযোগ মিথ্যা বানোয়াট। আমি কারো জমি দখল করিনি। কােম্পানি তার নিজস্ব জমির উপর রাস্তা নিমাণ করছে। এ অভিযোগ মিথ্যা বানোয়াট।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) নয়ন কর জানান, অভিযোগ দিয়ে থাকলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Discussion about this post