Print Date & Time : 5 July 2025 Saturday 10:27 am

শ্রীপুরে টুরিস্ট পুলিশ কমিউনিটি পুলিশিং সদস্যদের মতবিনিময় সভা

গাজীপুর জেলার শ্রীপুরে গাজীপুর সাফারি পার্ক এলাকায় গতকাল বিকালে নবগঠিত টুরিস্ট পুলিশ কমিউনিটি পুলিশিং সদস্যদের সংবর্ধনা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত ডিআইজি ঢাকা- ময়মনসিংহ-সিলেট ডিভিশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাইমুল হক পিপিএম, পুলিশ সুপার টুরিস্ট টুরিস্ট ঢাকা রিজিয়ন , নাদিয়া ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার ঢাকা রিজিয়ন, জনাব মোঃ রফিকুল ইসলাম সহকারী বন সংরক্ষক,গাজীপুর সাফারি পার্ক।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ সাইদুর রহমান সুরুজ।

অনুষ্ঠানের শুরুতে নবগঠিত টুরিস্ট পুলিশ কমিউনিটি পুলিশিং সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ। পরবর্তীতে নবগঠিত টুরিস্ট পুলিশ কমিউনিটি পুলিশ কমিটির সদস্যরা বিভিন্ন বিষয়ে তাদের মতামত ব্যক্ত করুন। নবগঠিত কমিটিকে তাদের দায়িত্ব সঠিকভাবে পালনে টুরিস্ট পিলিশ গাজীপুর জোন সব সময় তাদের পাশে থাকবে বলে টুরিস্ট পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম বলেন।প্রধান অতিথি তার বক্তব্যে সবাইকে সাফারি পার্কের নিরাপত্তা নিশ্চিতে সহায়তা করার আহ্বান জানান। সভাপতি তার বক্তব্যে সাফারি পার্ক এলাকার অপরাধ নিয়ন্ত্রণ করার কাজে সহযোগিতা করবে বলে জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর অপারেশন মো: সিদ্দিকুর রহমান সাজ্জাদ ।