আবু সাঈদ গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (০৯ জুন) সকাল ৭ ঘটিকার সময় বরমা চৌরাস্তা ওই সড়ক দূর্ঘটনাঘটে। নিহত নুরুল ইসলাম (৫৫) মেঘনা গ্রুপের কর্মচারী ছিলেন।
নিহত নুরুল ইসলাম (৫৫) উপজেলার বরমী ইউনিয়নের বরমা গ্রামের কাদির মিয়া ছেলে। শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়দের তথ্যে জানা যায়, সকালে মেঘনা গ্রুপের কর্মচারী নুরুল ইসলাম (৫৫), তার নিজ বাড়ী হতে বাইসাইকেল যোগে উক্ত কারখানায় যাওয়ার পথিমধ্যে বরমা চৌরাস্তায় পৌছালে ড্রাম ট্রাকের চালক দ্রুত বেপরোয়া গতিতে পিছন হতে ধাক্কা মারলে নিহত নুরুল ইসলাম গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হয়।
পরে স্থানীয় লোকজন নুরুল ইসলাম (৫৫) কে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে মৃত ঘোষণা করেন। ঘাতক ড্রাম ট্রাকের চালক ড্রাম ট্রাক নিয়ে দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আল মামুন জানান, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post