Print Date & Time : 25 August 2025 Monday 9:42 am

শ্রীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গাজীপুরের শ্রীপুরে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উজিলাবো ফুটবল একাদশ বনাম রাজাবাড়ী নার্সারী মাঠ ফুটবল একাদশের মধ্যে চূড়ান্ত খেলাটি উজিলাবো আলীম উদ্দিন মোক্তার বাড়ী সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। এতে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক ফুটবল দলের খেলোয়াড়রা অংশগ্রহন করেন। হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন। এর আগে উপজেলার কয়েকটি ফুটবল দল একই মাঠে একই টুর্ণামেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এ উপলক্ষ্যে খেলা শেষে শুক্রবার সন্ধ্যা ৬টায় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মো. নঈম উদ্দিন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। অনুষ্ঠান উদ্বোধন করেন শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী। আরও বক্তব্য রাখেন, শ‍্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান সহ বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিবৃন্দ। খেলা গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে রাজাবাড়ী নার্সারী মাঠ ফুটবল একাদশ ৫-৩ গোলে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।