গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন বিএনপির সদস্য, বরমী মাইক্রোবাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি শাজাহান আলী ফকিরের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ আসর বরমী বিশ্ববিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে পাঠানটেক পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন হয়।
ওই বিএনপির নেতার জানাজার নামাজে অংশগ্রহণ করেন, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শাজাহান ফকির, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুল রাজ্জাক, বরমী ইউনিয়ন বিএনপির সভাপতি আফাজ উদ্দিন প্রধান,সিনিয়র যুগ্ম সম্পাদক রুকুনুজ্জামান রাসেল মোড়ল সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য,শাজাহান আলী ফকির মঙ্গলবার সকাল ৯ টায় ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যু কালে তার বয়স ছিল ৪৭ বছর। তিনি স্ত্রী ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
প্রিন্ট করুন
Discussion about this post