গাজীপুরের শ্রীপুরে ইসকনের মিথ্যাচার ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীপুর উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শাজাহান ফকিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাষ্টারে সঞ্চালনায় ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ বক্তব্য রাখেন,গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাঃ শফিকুল ইসলাম, গাজীপুর জেলা বিএনপির সহ সভাপতি হুমায়ূন সরকার, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়া।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আহসান কবির, খোকন প্রধান, সহ পৌর ও ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। তারা ভারতের সকল ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রস্তুত। শেখ হাসিনা ভারতে বসে ইসকনের মাধ্যমে বাংলাদেশে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করছে। আমরা একাত্তরের মুক্তিযুদ্ধ করেছি, ৯০-এর স্বৈরাচারের বিদায় দিয়েছি এবং জুলাই-আগস্ট আন্দোলনে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতন করেছি। আমরা ভারতকে ভয় পাই না। সকল জাতীয়তাবাদ শক্তি ও ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ভারতের আগরতলায় বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো ও হাইকমিশনে হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রিন্ট করুন
Discussion about this post